০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

বিসিএস পুলিশ ক্যাডারের ৪১তম ও ৪৩তম ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)’গণের বগুড়া জেলায় আগমণ উপলক্ষ্যে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ ২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. সকাল ০৯:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, বগুড়ার সম্মেলন কক্ষে জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া মহোদয়ের সভাপতিত্বে বিসিএস পুলিশ ক্যাডারের ৪১তম ও ৪৩তম ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)দের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথিদেরকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। বিসিএস পুলিশ ক্যাডারের ৪১তম ও ৪৩তম ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)দের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে জেলা পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড সম্বন্ধে সম্যক ধারণা দেয়া হয়। পুলিশ সুপার মহোদয় প্রশ্নোত্তর সভায় পুলিশের সেবা বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), জনাব হোসাইন মুহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব রবিন হালদার, সহকারী পুলিশ সুপার, বগুড়া।

সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)গণ মতবিনিময় সভা শেষে বগুড়া জেলার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন।