ব্রেকিং নিউজ ::
সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে অনশন কর্মসূচি
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৮:৩১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ১২৪ বার পড়া হয়েছে

বগুড়া সদর উপজেলা ছাত্রদলের ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পদধারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগে কমিটি বাতিলের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
আজ বগুড়া শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন খোকন পার্কে এ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অভিযোগ করেন, গঠিত আহ্বায়ক কমিটি ছাত্রদলের গঠনতন্ত্র ও সাংগঠনিক নীতিমালার পরিপন্থী। তারা দাবি করেন, ছাত্র সংগঠনের নেতৃত্বে অছাত্র ও অন্যান্য সহযোগী সংগঠনের পদধারীদের অন্তর্ভুক্তি ছাত্রদলের ঐতিহ্য ও রাজনীতির জন্য ক্ষতিকর।
অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন ইসলাম তুইন, শরিফুল ইসলাম, সামিউল ইসলাম নিশানসহ অর্ধশতাধিক ছাত্রনেতা। এ সময় বক্তারা অবিলম্বে বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী ছাত্রনেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।
তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
অনশন কর্মসূচিটি আয়োজন করে বগুড়া সদর উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।
ট্যাগস :














