জমি দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি
- আপডেট সময় ০৯:৩৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ১৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,
জোরপূর্বক জমি দখল ও ধারাবাহিক হামলার অভিযোগ তুলে প্রশাসনের কাছে বিচার ও নিরাপত্তা চেয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
অভিযোগে জানা যায়, খান্দার চারতলা কসাইপাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসীম শেখের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে স্থানীয় আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর সদস্য শান্ত। অভিযোগ অনুযায়ী, শান্ত সুযোগ পেলেই ভুক্তভোগী পরিবারের ওপর হামলা চালায় এবং চাকু ও ছুরি দেখিয়ে নিয়মিত ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, সম্প্রতি শান্তের হামলায় অসীম শেখের বোন গুরুতর আহত হন এবং তার দাঁত ভেঙে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।
এ ঘটনার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে সাতমাথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ওসিম সেখ, নুরনাহার বেগম, সাবিনা বেগম, সামছার, নাছিমা, ওইসি, আরজিনা বেগম, নুরুল ইসলাম, আব্দুল মমিন, রফিক ও সাদিকুরসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। অভিযুক্ত শান্তকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দেওয়া হোক।”
এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
















