দেশপ্রেমিক বাংলাদেশী পরিষদের উদ্যোগে বগুড়ায় শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় ০৫:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ১১৭ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি,
বগুড়ায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে অরাজনৈতিক সামাজিক সংগঠন দেশপ্রেমিক বাংলাদেশী পরিষদ (Patriotic Bangladeshi Council)।
সংগঠনটির বগুড়া জেলা কমিটির আয়োজনে বুধবার রাতে বগুড়া শহরের মাটিডালী এলাকায় জেলা ব্যাপী হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন দেশপ্রেমিক বাংলাদেশী পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক আবুল হাসান রাকিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো: মাহিদুল ইসলাম গফুর।
এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা কমিটির আহ্বায়ক মেহেবুব হোসাইন নিটু শাহ, যুগ্ম আহ্বায়ক রাহাত খান রনি, সদস্য মো: শাকিল ইসলাম তনি,সুবিদ আলি জাদু বগুড়া জেলা কৃষক দলের সাবেক সভাপতি ফার্মার রফিকুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু বগুড়া সদর উপজেলাই নয়, পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে মাগুরা, চুয়াডাঙ্গা ও তেতুলিয়া সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।
শীতবস্ত্র পেয়ে উপকৃতরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।













