০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

‎বগুড়ায় টাপেন্টাডলসহ শীর্ষ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ১১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ শাপলা খাতুন (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত বগুড়া সদর থানাধীন হাড্ডিপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামি শাপলা খাতুনের ভাড়াটিয়া নিজ দখলীয় বসতবাড়ি ও তার দেহ তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কমলা রঙের ‘Tapal’ নামীয় টাপেন্টাডল ট্যাবলেটের ১০টি ব্লিস্টার পাতা উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ১০টি করে মোট ১০০টি ট্যাবলেট জব্দ করা হয়।
‎গ্রেফতারকৃত শাপলা খাতুন বগুড়া সদর উপজেলার হাড্ডিপট্টি এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মো. শাপিন ওরফে আশিক। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

‎এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. শাহ আলম বাদী হয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‎বগুড়ায় টাপেন্টাডলসহ শীর্ষ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৪:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ শাপলা খাতুন (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত বগুড়া সদর থানাধীন হাড্ডিপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামি শাপলা খাতুনের ভাড়াটিয়া নিজ দখলীয় বসতবাড়ি ও তার দেহ তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কমলা রঙের ‘Tapal’ নামীয় টাপেন্টাডল ট্যাবলেটের ১০টি ব্লিস্টার পাতা উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ১০টি করে মোট ১০০টি ট্যাবলেট জব্দ করা হয়।
‎গ্রেফতারকৃত শাপলা খাতুন বগুড়া সদর উপজেলার হাড্ডিপট্টি এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মো. শাপিন ওরফে আশিক। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

‎এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. শাহ আলম বাদী হয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।