প্রকাশ্যে ধূমপান করলে ২ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় ০২:০০:১৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / ১৫৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি,
নতুন অধ্যাদেশে পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ, বাতিল করা হলো নির্ধারিত ধূমপান জোন
প্রকাশ্যে ধূমপানের শাস্তি বাড়িয়ে সর্বোচ্চ ২ হাজার টাকা জরিমানাকরার বিধান রেখে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে এ অধ্যাদেশ প্রকাশ করা হয়। এতে আগের ৩০০ টাকার পরিবর্তে জরিমানার পরিমাণ কয়েকগুণ বাড়ানো হয়েছে।
অধ্যাদেশে পাবলিক প্লেসের সংজ্ঞা আরও সম্প্রসারণ করা হয়েছে। এখন থেকে স্কুল, হাসপাতাল, অফিস, শপিং মল, টার্মিনাল, রেস্টুরেন্ট, পার্ক, মেলা, ভবনের বারান্দা ও প্রবেশপথসহ উন্মুক্ত এলাকাতেও ধূমপান নিষিদ্ধ থাকবে। আগের আইনে থাকা নির্দিষ্ট ধূমপান জোনের নিয়ম বাতিল করা হয়েছে।
এছাড়া স্ট্যান্ডার্ড প্যাকেজিং বাধ্যতামূলক করা হয়েছে এবং সতর্কবাণীর পরিমাণ প্যাকেটের ৭৫ শতাংশ জুড়ে ছাপাতে হবে বলে নির্দেশনা যুক্ত হয়েছে। প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়া, ওটিটি, সিনেমা ও নাটকে তামাক বা ই-সিগারেট ব্যবহারের দৃশ্য প্রদর্শনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।




















