বেকারিতে অভিযান ৫০ হাজার টাকা জরিমানা আদায়
- আপডেট সময় ০১:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ১২২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি,
বগুড়া জেলার কাহালু উপজেলার মুরইল এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার যৌথ অভিযানে “আয়েশা বেকারি”কে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১২টা থেকে পরিচালিত এ মনিটরিং কার্যক্রমে অসংখ্য খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
অভিযান সূত্রে জানা যায়, বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মোড়কে মিথ্যা তথ্য ব্যবহার, বিস্কুটে এন্টিঅক্সিডেন্ট ব্যবহারের ভুয়া প্রচার এবং অপরিষ্কার মেঝেতে খাদ্য সংরক্ষণ ও মোড়কজাতসহ একাধিক আইনভঙ্গের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জনাব মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া এবং জনাব মোঃ মেহেদি হাসান, সহকারী পরিদর্শক, ভোক্তা অধিদপ্তর, বগুড়া। অভিযানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফুল ইসলাম, নমুনা সংগ্রহ সহকারী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া; জনাব মোঃ আব্দুল কাদের, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া এবং জনাব ফজিলাতুন্নেছা ফৌজিয়া, সাধারণ সম্পাদক, ক্যাব বগুড়া। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস টিম।
এসময় কর্তৃপক্ষ অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধিমালা মেনে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করে।
















