বগুড়া সদরের মাটিডালী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক লাল মিয়াকে অন্যায়ভাবে চাকুরিচ্যুৎ
- আপডেট সময় ০৯:৫৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / ২৩৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি,
বগুড়া সদরের মাটিডালী স্কুল এন্ড কলেজ থেকে আওয়ামী সরকারের সময় জোর করে ইস্তাফা নিয়ে প্রধান শিক্ষক লাল মিয়াকে বের করে দেওয়া হয়। চাকুরী পুনঃ বহালের দাবীতে স্কুলের দরজায় কান্নাকাটি করছে প্রধান শিক্ষক লাল মিয়া। বিভিন্ন দপ্তরে আবেদন।
সরে জমিনে ও ভুক্তভোগী সদরের মাটিডালী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক লাল মিয়া গত ১৪/ ২/২০২৩ ইং তারিখে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি সৎ ও যোগ্যতার সাথে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। এলাকার মানুষ মারা গেলে স্কুলের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে জানাজার নামাজের ইমামতি করেন তার সামনে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল, সে ছবিটি প্রধান শিক্ষক লাল মিয়া মুছে ফেলেন। এ অপরাধে স্কুল ম্যানেজিং কমিটির লোকজন ক্ষিপ্ত হয়ে গত ২/৬/২৪ ইং তারিখ রাত অনুমান ৯টায় তাকে অফিসে ডেকে নিয়ে জোর করে স্বাক্ষর করে নিয়ে স্কুল থেকে বের করে দেয় বলে লাল মিয়া সাংবাদিকদের কান্না জড়িত কন্ঠে জানান। তিনি আরও জানান,মাটিডালী স্কুলে যোগদানের পূর্বে জয়পুর হাট আব্বাস আলী খাঁন সাহেবের মাদ্রাসায় চাকুরী করতেন।
সে হিসাবে তাকে জামায়াতের কর্মী ট্যাগ দিয়ে স্কুল থেকে বের করে দেয়। তাদের রোশানলে পড়ে অন্যায় ভাবে চাকুরী চ্যুৎ করা হয়। আমি আজ ছেলে মেয়ে নিয়ে অন্যায়ভাবে চাকুরী চ্যুৎ হয়ে অনাহারে অদ্রাহারে দিন যাপন করছি। চাকুরী ফিরে পাবার আশায় আমি বিভিন্ন দপ্তরে আবেদন দিয়েছি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার নিকট তিনি আবেদন করেন যে, ফ্যাসিস্ট হাসিনার আমলে অন্যায়ভাবে চাকুরী চ্যুৎ হওয়াই চাকুরী ফিরে পাবার জন্য তার আকুল আবেদন জানান।













