বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার
- আপডেট সময় ০৫:২৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ১৪২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি,
বগুড়া সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় বগুড়া।
ডিএনসি সূত্র জানায়, সোমবার (২২ ডিসেম্বর) রাত ১১টা ০৫ মিনিট থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত বগুড়া জেলার সদর থানাধীন কামারগাড়ী রেলঘুন্টি মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তিনমাথা থেকে সাতমাথাগামী পাকা সড়কের পূর্ব পাশে মেসার্স আজাদ ট্রেডার্স নামীয় দোকানের সামনে ব্যাটারি চালিত একটি অটো ও অভিযুক্তদের দেহ তল্লাশি করে ৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে দুই নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
(১) মোছাঃ রিংকি বেগম (২৭), স্বামী মোঃ ইকুল হোসেন, পিতা মোঃ জাকির হোসেন, মাতা মোছা রশিদা বিবি।
(২) মোছাঃ বিলকিস বেগম (৩৮), স্বামী মোঃ আজম আলী, পিতা মৃত হাসান আলী, মাতা মৃত জাহেদা বেগম।
গ্রেফতারকৃত দু’জনই লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানার মোঘলহাট ইউনিয়নের কর্নপুর গ্রামের বাসিন্দা। ডিএনসি সূত্রে আরও জানা যায়, দ্বিতীয় আসামীর চার বছর দুই মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে, যার নাম মোঃ ফাইম।
উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।














