বগুড়ায় সাংবাদিকদের সাথে হাইওয়ে পুলিশ সুপারের মতবিনিময়

- আপডেট সময় ১২:৫৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ৮৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি,
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো সাংবাদিকরা। আপনারা সমাজের ভাল মন্দ তুলে ধরার কারণেই সামাজ থেকে অপরাধ রোধ করা সম্ভব হচ্ছে। মহাসড়কে দুর্ঘটনা কমাতে ও চাঁদাবাজি বন্ধে গণমাধ্যমকর্মীদের লেখনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি যে সকল পুলিশ সদস্যরা অবৈধ পন্থা অবলম্বন করে তাদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে হাইওয়ে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। মহাসড়কের চলাচলকারী যানবাহন ও যাত্রীদের সচেতনতা বাড়াতে গণমাধ্যমের কোন বিকল্প নেই। হাইওয়ে বগুড়া রিজয়ন পুলিশের লোকবল সীমাবদ্ধতার মধ্য দিয়েও আমরা জনগণকে সেবা দিয়ে যাচ্ছি। মহাসড়কের চাঁদাবাজি বন্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। যারা আইন অমান্য করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের বিকল্প নেই। আমরা একে অন্যের পরিপূরক হয়ে আগামী দিনে পথ চলতে চাই।
আজ বুধবার বেলা ১২টায় বগুড়ার বারপুরস্থ হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন হাইওয়ের পুলিশ সুপার (এডিশনাল ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত) মোঃ শহিদ উল্লাহ্।
এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সহ সভাপতি রাহাত রিটু, সিনিয়র সাংবাদিক ও কার্যনির্বাহী সদস্য মহসিন আলি রাজু, বাংলা ভিশনের ব্যুরো প্রধান আব্দুর রহিম বগড়া, ডিবিসি টেলিভিশনের মোহন আখন্দ, সাংবাদিক আবুল কালাম আজাদ, শামিম ইসলাম, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন সর্দারসহ বগুড়ায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।