বগুড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় ১১:৩৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ২২৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি,
বগুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা ও সদস্য সচিব রেজোয়ান শেখ রিজানের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিনুর হাসান শাওন, শহর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি একে এম আজাদ এবং সাধারণ সম্পাদক মিলন আকন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকী রাকিব, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাফিউল আলম শাফিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ রিমন,বগুড়া শহর জাসাসের সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম,৪নং নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পুটু।
এছাড়াও ৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।













