বগুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রস্তুতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় ০১:৩০:১১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ৮৭ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনকালীন প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বগুড়া জেলায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ জানুয়ারি ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’-তে আয়োজিত এ সভায় বগুড়া জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ (ওসি) অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তৌফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এবং বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ শাহাদাত হোসেন, পিপিএম।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন দেশের গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এ নির্বাচন যেন গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হয়, সে জন্য মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় উপস্থিত কর্মকর্তাগণ নিজ নিজ মতামত তুলে ধরেন এবং নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অনিয়ম ও সহিংসতা প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতির আশ্বাস দেন।













